প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। আপন নিউজ বিডি ডটকম-এর প্রকাশক ও সম্পাদক মো. আলমগীর হোসেন-এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইভান মাতুব্বর ও রাসেল মোল্লা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।
বক্তারা আপন নিউজ বিডি ডটকমের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাগুলোকে তুলে ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, দোয়া মোনাজাত ও অতিথিদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.