নিজস্ব প্রতিবেদক, বরিশাল; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করা তাদের জন্য বড় ভুল হয়েছে। কিছু উপদেষ্টার কারণে তারা প্রতারিত হয়েছেন এবং অচিরেই সেই ব্যক্তিদের নামও প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিরা ড. ইউনূসের সরকারের সঙ্গে যুক্ত হন। পরে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপি দায়িত্ব নেন।
বর্তমানে উপদেষ্টা পরিষদে এখনও দুই জন আছেন। একজন সাংবাদিকের প্রশ্নে, ছাত্রদের উপদেষ্টা পদে বসানো কি ভুল হয়েছিল কি না, নাহিদ ইসলাম জানান, ছাত্ররা যদি উপদেষ্টার আসনে না থাকতো, সরকার তিন মাসও টিকত না।
তিনি আরও অভিযোগ করেন, কিছু উপদেষ্টা ইতিমধ্যেই নিজেদের জন্য নিরাপদ এক্সিটের পথ তৈরি করছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো রেখেছেন। নাহিদ স্পষ্ট করেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.