নিজস্ব প্রতিবেদক// ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনেই জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা ও নৌ র্যালির আয়োজন করে। মৎস্য অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (মৎস্য) কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন এবং নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশ অংশ নেয়।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জানানো হয়, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৫৪টি টিম সার্বক্ষণিকভাবে কাজ করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে কঠোর নজরদারি চালাবে।
পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে বেকার জেলেদের জীবনমান রক্ষায় বরিশাল বিভাগের ৬টি জেলার ৩ লাখ ৪০ হাজার জেলে পরিবারের মাঝে সাড়ে ৮ হাজার টন চাল বিতরণ করা হবে। এর মধ্যে শুধু বরিশাল জেলার ৬৬ হাজার ৫২৪ জন জেলেকে ১ হাজার ৬৬৩ টন চাল প্রদান করা হবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং এ সময় অভিযান অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.