নিজস্ব প্রতিবেদক।। বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে উপস্থিতরা কৌশলে পালিয়ে যান। পরে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলামকে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, ‘মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এরপর বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং তাদের পরামর্শে জিডি করেছি।’
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার পর জাজিরা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে কঠোর নজরদারি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.