নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড়ে কয়েকটি গ্রামে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঝড়ে উড়ে গেছে টিনের ঘর, ভেঙে পড়েছে গাছপালা। এ সময় আহত হয়েছেন তিনজন।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে আকস্মিক এ ঝড় বয়ে গেছে। আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ায় বহু ঘরবাড়ির টিন উড়ে গেছে। আধাপাকা ঘরবাড়ি ও গোডাউন ঘর ভেঙে গেছে। ঝড় অল্প সময় স্থায়ী হলেও কয়েক গ্রামের শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.