নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল -পাথরঘাটা মহাসড়কের বামনার ডৌয়াতলা ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন সড়কের উপর থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
আজ রবিবার সকালের দিকে স্থানীয়রা বামনা থানাকে জানালে তারা এ পরিচয়বিহীন যুবকের লাশ উদ্ধার করেন। যুবকের বয়স হবে ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।
এসময় তিনি জানান, ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ সড়কে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বামনা থানাকে বিষয়টি অবহিত করেন। এ লাশের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি পা কেটে চামড়ায় ঝুলে আছে।
লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.