নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বরিশাল এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাকশিস বরিশালের আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক নেতা এবং বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।
তিনি বলেন, আমাদের দেশে শিক্ষার কোন পরিবর্তন হয় নাই। শিক্ষায় এখনো পাহাড় সমান বৈষম্য রয়েছে, এ বৈষম থেকে মুক্তি পেতে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নাই।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাকশিস যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন ও অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশালের সহ-সভাপতি মোঃ শাহ আলম ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.