নিজস্ব প্রতিবেদক// জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় আকস্মিক বজ্রপাতে চালক জুয়েল হাওলাদার (২৫) মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।
মৃত জুয়েল হাওলাদার ওই গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে। মৃত জুয়েলের প্রতিবেশী অপু জানান, দুপুরে হঠাত করে বৃষ্টি শুরু হয়। এসময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলো।
একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্রাক্টর থেকে ছিটকে পরে যায়। পরবর্তীতে চলন্ত ট্রাক্টরটি জমির পাশের রাস্তায় গিয়ে স্বজোরে ধাক্কা লাগার পর স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী জমির মধ্যে গিয়ে জুয়েলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.