প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ
উজিরপুরের শিবপুরে মাছে গিলছে রাস্তা,টাকা গুনছে অসাধু ঘের মালিকরা, চরম ভোগান্তিতে মানুষ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে মাছে গিলছে রাস্তা অবৈধ ভাবে ঘের মালিকরা গুনছে টাকা। যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে সাধারন জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায় শিবপুর গ্রামের অসাধু মাছের ঘের ব্যবসায়ী ভাষাই সরকার ও সতিশ বিশ্বাস মিলে একমাত্র চলাচলের সরকারি রাস্তার দু'ধারে প্রটেক্ট ছাড়াই অবৈধ ভাবে মাছের ঘের করায় ইট সলিং রাস্তা ধসে পড়ে যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘের মালিকরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছে না সাধারণরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন সতিশ বিশ্বাস ও ভাষাই সরকার মিলে এই গ্রামের একমাত্র চলাচলের নবনির্মিত ইট সলিং রাস্তার দুপাশে প্রটেক্ট ছাড়া অবৈধ ভাবে মাছের ঘের করায় রাস্তাটি ধসে পড়েছে এবং হাজার হাজার ইট ঘেরের মধ্যে তলিয়ে গেছে। এতে করে যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও অনুপযোগী হয়েছে।
অভিযুক্ত ভাষাই সরকার ও সতিশ বিশ্বাস জানান আমাদের এলাকার সরকারি রাস্তার ক্ষতি হয়েছে,ভোগান্তি হলে আমাদেরই হবে। আমরা কয়েক মাস পরে মাছের ঘেরে প্রটেক্ট দেয়ার চেষ্টা করবো। এদিকে অবৈধ ঘের মালিকদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেছেন শিবপুরবাসী। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান কোন অপরাধীই পাড় পাবেনা,সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.