নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে মঙ্গলবার দিবাগত গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাজারের পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক দোকান এবং একটি মুদি দোকান থেকে কোটি টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাত প্রায় ৩টার দিকে ঢুকে দোকানদার ও পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর তারা দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই লুটের পরিমাণ ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে হতে পারে।
‘ফেন্সি জুয়েলার্স’র মালিক সঞ্জয় রায় বলেন, আমার সব সহায়-সম্বল এখন শেষ। আমাদের কেনা স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণও এই ডাকাতদের হাতে চলে গেছে। ক্ষতির পরিমাণ এত বড় যে তা পুষিয়ে ওঠা প্রায় অসম্ভব।
নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো: হাবিবুর রহমান বলেন, ডাকাতির পর পুরো বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাই।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.