নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় থাকা এমভি তাজমিনুর রহমান ট্রলারটিকে দেখতে পায় এবং সেখান থেকে জেলেদের উদ্ধার করে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে যায় এবং বিপদ সংকেত লক্ষ্য করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের নিরাপদে উদ্ধার করে নৌসদস্যরা।
উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভেসে থাকে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
নৌবাহিনী আরও জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় জনগণের নিরাপত্তায় এই তৎপরতা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.