নিজস্ব প্রতিবেদক// ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ বুধবার দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি মিটিংয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে।
এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশত আসনে বিজয়ের জন্যই লড়াই করবে। সংগঠনকে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
মুফতি রেজাউল করীম বলেন, পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবো। কারণ জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোন উপায় নাই। আর জোটের বিষয়ে যে ধরণের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবে সেই বিষয়ে আলোচনা করার সময় এখনও আসে নাই। আমীর জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কারণ কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেয়া হবে না।
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম,
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, শাহ ইফতেখার তারিক, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি দেলাওয়ার হোসেন সাকী, মুফতি মোস্তফা কামাল, জি এম রুহুল আমীন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.