নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে দোকানের তালা কেটে স্বর্ণালংকার নিয়ে যায়। বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে মালিবাগের ফরচুন শপিংমলে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটিতে এই চুরি সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢোকে এবং বিপুল পরিমাণ সোনা নিয়ে পালিয়ে যায়।
দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে প্রায় ৪০০ ভরির সোনার গয়না সাজানো ছিল। এছাড়া বন্ধক রাখা আরও ১০০ ভরি সোনা ও ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। সবকিছুই নিয়ে গেছে চোরচক্র।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে আমার দোকানের তালা কাটা। এসে দেখি সব খালি।
অচিন্ত কুমার বিশ্বাস জানান, তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে একদল চোর ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটির শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
আমরা এখন এই দাবির সত্যতা যাচাই করছি। দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে, এটি নিশ্চিত। আমরা ইতোমধ্যে মার্কেটের ভেতর ও দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছি। ঘটনাস্থলে সিআইডির টিমও কাজ করছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.