নিজস্ব প্রতিবেদক// বরিশাল নগরীতে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজারসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় সরোয়ার বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে বর্তমান সংস্কারের মিল রয়েছে এবং বিএনপির চিন্তা আগামী দিনে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা।
চলমান সেইফ এক্সিট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যারা আন্দোলন সংগ্রামে ঐকমত্য ছিলাম, এখন এখানে বিশেষ কিছু শক্তির ষড়যন্ত্র রয়েছে, যার কারণে বিভিন্নভাবে কথার সৃষ্টি হচ্ছে।
সরোয়ার আরও বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হওয়া উচিত। বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.