নিজস্ব প্রতিবেদক// পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।
তিনি বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব হলরুমে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যক্ষ বাবর বলেন, স্বাধীনতা উত্তর গত ৫০ বছরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হয়নি। নির্বাচনের পরে জনগণকে শুনতে হয়েছে ‘তোমার ভোট পঁচা গিয়েছে’। কিন্তু ভোট কখনো পঁচতে পারে না। প্রত্যেক ভোটারের মতামতকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পিআর-এর বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য কমিটির অনেক মিটিং হয়েছে, কিন্তু তা বিলুপ্তির পথে। দেশের জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে নিয়ে আসা প্রয়োজন। জনগণ এবার আর তেমন কোনো নির্বাচন মেনে নেবে না। সকল সন্ত্রাসের মোকাবেলায় শক্তভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মুহাম্মাদ শামীম কবির, জামায়াত নেতা অধ্যাপক সুলতানুল আরেফিন, এডভোকেট আবুল খায়ের শহিদ, অধ্যাপক গোলাম গোফরান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.