বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলায় ১১জনকে আটক করা হয়েছে।
আটককৃত ৭জনকে ১ মাসের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার। মোবাইল কোর্ট মামলা নাম্বার ৪৫/২০২৫।
সুত্র জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠী এলাকায় বৃহস্পতিবার মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের ওপর স্থানীয় কয়েকজন জেলে হামলা করে। হামলার পর পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটককৃতরা আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা।
আটককৃতরা হলেন সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার (২৫), শুভ মাঝি (২৩), মিঠুন মাঝি (২০), সুমন মাঝি (১৯), সাদিম হাওলাদার (২০), শরাফাত হোসেন (৩০), মামুন হাওলাদার (৪০), নাজমুল মিস্ত্রি (২০), রুবেল ডাকুয়া (৩৫) ও রাসেল মল্লিক (২৮)।
স্থানীয়রা এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.