প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
বরিশালে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২৪ জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সংশোধন ও জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং জুলাই যুদ্ধারা, যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।
মানববন্ধন আয়োজক বরিশালের বিপ্লবী ছাত্র জনতা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৪ জুলাই দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গণঅভ্যুত্থান হিসেবে চিহ্নিত। এই অভ্যুত্থান জাতির জন্য নতুন সূচনার পথ প্রশস্ত করেছে। তাই এর যথাযথ স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের ত্যাগীদের কৃতিত্ব চিরদিন স্মরণীয় রাখতে হবে এবং তাদের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপস্থিতরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং স্লোগান নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনটি বরিশাল শহরের জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে একতার বার্তা যোগ করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সরকারের পক্ষ থেকে এই দাবির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.