চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ৫ আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে।
কিন্তু অল্প সময়ের মধ্যে যে কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার কথা ছিল, তা এখনো হয়নি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার ফলাফল কী হতে পারে, ষড়যন্ত্রকারীরা তা জেনে গেছে। সেই কারণেই তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই।
ভোলা-৪ আসনে যদি আমি সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই, তবে সরকারি বরাদ্দ চাল, ডালসহ সব প্রাপ্য জনগণের হাতে পৌঁছে দেব। উপকূলীয় অঞ্চলে যারা জেলেদের চাল আত্মসাৎ করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মিল্টন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ গণসংযোগে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.