নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন।
শনিবার (১১অক্টোবর) সকাল ৯টায় নবগ্রাম বাজার থেকে এ গণসংযোগ শুরু হয়, যা চলে দুপুর ১২টা পর্যন্ত। তিনি হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরে তিনি নবগ্রাম বাজারের বিভিন্ন শ্রেণির মানুষ ও ব্যবসায়িদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মো. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস.এম এজাজ হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল তালুকদার, সহ-সভাপতি আজিজুর রহমান বশির, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাপস তালুকদার, সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাসহ জেলা, সদর উপজেলা, নবগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.