নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা খেল দুই চোর। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় ইমামের।
রোববার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। আটককৃতরা হলেন কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।
ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান, গত ২৩ সেপ্টেম্বর আমি জোহরের নামাজের পরে মসজিদের মিম্বারের ওপর মোটরসাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি। এ সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত রাল রঙের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়।
পরে থানায় জিডি করি। গতকাল শনিবার দুপুরের দিকে আমি আরেকটি মোটরসাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে দেখতে পাই। এ সময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, চোর চোর বলে চিৎকার করি।
তখন মোটরসাইকেলসহ চোর দ্রুত পালিয়ে যাওয়ার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে গিয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে চোরকে ধরতে সক্ষম হই। পরে মোটরসাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরির সঙ্গে আর কোনো সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.