নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেরপুরের শ্রীবরদীতে পাচারের সময় সরকারি সিলযুক্ত ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন একটি চক্র খাদ্যগুদাম ও ডিলারদের সঙ্গে সিন্ডিকেট করে সরকারি চাল ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্দনে রাতের আঁধারে চলে এ কর্মযজ্ঞ। শনিবার রাত ১১টায় পৌরসভার শেখদী এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম থেকে পাচারকালে স্থানীয়রা চালগুলো আটক করে।
আরও জানা গেছে, পরে খবর পেয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা আটক করে। পরে চালের বস্তা ট্রলি থেকে নামিয়ে পুনরায় গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার রাতে হাতেনাতে ধরে চালগুলো আটক করে স্থানীয়রা। এদিকে রাতেই অসাধু কিছু মানুষ সেই গুডাউনের পাশে থাকা প্রায় ৩০ বস্তা নিয়ে গেছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, চালের মালিক এখনও পাওয়া যায়নি। চালগুলো আসলে সরকারি কোন কর্মসূচির তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে চালের বস্তায় সরকারি সিল দেওয়া আছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। আমাদের এ ব্যাপারে তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.