পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, রবিবার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, এই টিকা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ জানান, উপজেলার ১২০ টিকাদান কেন্দ্রে টিকাদান চলমান থাকবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা রয়েছে ১৩ হাজার ৩০৮জন শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায় ৬ হাজার ৫৫৯ জন শিশু।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.