প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
হিজলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ২৭ জেলে আটক, ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

হিজলা (বরিশাল) থেকে সাইফুল ইসলাম : বরিশালের হিজলায় মেঘনা নদী ও সংলগ্ন খালে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড হিজলা ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২টি ইলিশ মাছ জব্দ করা হয়।
রবিবার দিনব্যাপী শান্তির বাজার, চর বাউসিয়া ও বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম, কোস্টগার্ডের পিও (মিউস) মাসুদ সিসি, এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরতে থাকলে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশ ও কোস্টগার্ডের তাড়ানোর পরও কিছু জেলে সংযুক্ত খালে ট্রলারসহ অবস্থান করলে সেনাবাহিনীর সহায়তায় তাদের আটক করা হয়।
অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ইলিশের প্রজনন মৌসুমে যারা আইন অমান্য করে মাছ ধরে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.