নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ডের এলাকা থেকে গত ০৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে মোঃ আরমান খলিফা (বয়স ১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছেন।
আজ পর্যন্ত ১০ দিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজ আরমান খলিফার পিতার নাম মোঃ রাসেল খলিফা। তিনি পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা, থানা: বিমানবন্দর, জেলা: বরিশাল।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
০১৭৭৭-৫৬০০৮৩
০১৩০২-৩৫০৩৬৫
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ — আরমানকে খুঁজে পেতে আপনারা এগিয়ে আসুন। একটি তথ্যই হতে পারে তার পরিবারের জন্য আশার আলো।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.