প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
ভাড়া–ভাতা বৃদ্ধি ও পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ২০ ভাগ বাড়ি ভাড়া, পনেরশ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিত ঢাকায় শিক্ষকদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় 'মানববন্ধন ও প্রতিবাদ সভা' করেছে এমপিওভুক্ত শিক্ষকরা।
মঙ্গলবার বেলা এগারোটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন খেপুপাড়া নেছারুউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা, ধানখালী এসএইচ অ্যান্ড আশ্রাফ একাডেমির সহকারী শিক্ষক মো. ফেরদৌস মিয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা তাঁদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.