নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে এক নারীর এনআইডি কার্ডে অসংগতি ও পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পুল মানু মিয়ার লেন এলাকার বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়িতে থাকা রিতা বালা পরিচয় দেওয়া নারী ও বাসায় আশ্রয় দেওয়া আরও তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মিরাজুর ইসলাম জানায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। লোকমুখে শোনা যাচ্ছে তিনি ভারতীয় নাগরিক, কেউ কেউ বলছেন রোহিঙ্গা।
রিতার ভোটার আইডি কার্ডে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানায় পুলিশ। হেফাজতে নেওয়া রিতার কথাবার্তায় অসংগতি রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চরজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে।
হেফাজতে নেওয়া রিতা জানান, তিনি মাদারীপুর এলাকার রাজৈর এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছেন। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন।
আশ্রয় দেওয়া মকবুল জানান, তার নিজের একটি খাবার হোটেলে এক ব্যাক্তি রিতাকে নিয়ে আসতো। থাকার জায়গা না থাকায় তিনি তার মেয়ের বাসায় আশ্রয় দেন। তবে তার পরিচয় তিনি জানেন না। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.