নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে। ছেলেদের দুটি আবাসিক হল— বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।
উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।’
শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।
শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.