এস এম আলমগীর হোসেন, কলাপাড়া// আবার সেই মানবিক রফিক, এবার তিনি অসহায় নারীদের মাঝে করলেন হাঁস বিতরন। মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চিংগুড়িয়া এলাকায় এসব হাঁস বিতরন করা হয়।
স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের অর্থায়নে রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বি করার লক্ষ্যে ২০ জন উপকারভোগী নারীদের মাঝে প্রতিজনকে ১৩ টি করে মোট ২৬০ টি ইটালিয়ান ক্যাম্বেল হাঁস বিতরন করেছেন। তিনি ২০২১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৫৪ টি অসহায় পরিবারের মধ্যে ১২০ টি ছাগল বিতরন করেন। এসব পরিবারের সকলেই স্বাবলম্বি হয়েছেন। তার এ মহতি উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন বিজ্ঞমহল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক কলাপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শুভাশীষ মজুমদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন।
এসময় মানবিক রফিকুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.