নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি নিয়ে আপত্তি তুলেছেন সেখানকার ভোটাররা।
যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি তুলে ভোট কেন্দ্রটি পরিবর্তন করে একই ওয়ার্ডের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরের জন্য দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি ওই বিদ্যালয় দুটিতে ভোট কেন্দ্র্র স্থাপনের জন্য এলাকাবাসীর পক্ষে বরিশাল সদর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য মো. শাকিল রাড়ী।
তিনি লিখিত আবেদনে বলেন, ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ নম্বর ওয়ার্ডের একপাশে অবস্থিত। সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না। এই অংশে ভোটার সংখ্যাও কম। সেন্টারটি একপাশে হওয়ায় সিকিউটির (নিরাপত্তা) ব্যবস্থা ভালো না। বর্তমানে কেন্দ্রের আশপাশে ভোটার সংখ্যা ২০%। প্রস্তাবিত নতুন কেন্দ্রের আশপাশে ভোটার সংখ্যা ৮০%।
অপরদিকে রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয় মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে তেমনি ভোটার সংখ্যা বেশী এবং সিকিউটি ব্যবস্থাসহ যাতায়াতের অবস্থা ভালো। সম্প্রতি এই বিদ্যালয়ে কেন্দ্রের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু গত ১০ তারিখে খসড়া ভোটার কেন্দ্রের তালিকায় পূর্ব ভোটার কেন্দ্রের নাম দেখতে পান। এমতাবস্থায় মাঝামাঝি স্থানে অবস্থিত রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, আবেদনটি পেয়েছি। বিদ্যালয়টি আমি পরিদর্শন করেছি। আইনানুগ ভাবে যা করনীয় তাই করা হবে।
উল্লেখ্য, গত ২০০১ সালের তৎকালীন জাতীয় সংসদ নিবার্চনে ৩৮ নম্বর চরমোনাই রাজারচর (জোমাদ্দার বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারে ওপর হামলা চালিয়েছিল প্রতিপক্ষরা। এতে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.