নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ রক্ষায় যমুনায় অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান তাবিউর রহমান রায়হান নামে এক আনসার সদস্যের শটগান (অস্ত্র) নদীতে তলিয়ে গেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনায় নদীর বাউশা এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে ঐ আনসার সদস্যের শটগানটি নদীতে পড়ে যায়।
ভুক্তভোগী আনসার সদস্য তাবিউর রহমান রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য কর্মরত। অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় যমুনা নদী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন।
অভিযানের নিয়মিত অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় অভিযানে যায়। এ সময় আমার সঙ্গে আমার গানম্যান আনসার সদস্য তাবিউর রহমান রায়হানও ছিল।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় হঠাৎ স্পিডবোট উল্টে যায়। এসময় তাবিউর রহমান রায়হান, স্পিডবোট চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে।
আমরা সবাই অক্ষতভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। পরে শটগানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে ৷ অস্ত্রটি উদ্ধারে জন্য দুদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি। এখনো পাওয়া যায়নি। এদিকে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.