প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
ইউনিলিভার পরিবেশকের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক স্টোরকিপার ইউসুফ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক এম/এস মামুন এন্টারপ্রাইজ থেকে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন প্রতিষ্ঠানের স্টোরকিপার মোহাম্মদ ইউসুফ তালুকদার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শওকত হোসেন মামুন জানান, কয়েকদিন আগে স্টোরকিপার ইউসুফ নগদ টাকা ও পণ্য নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উধাও হওয়া ইউসুফ তালুকদার, পিতা— মো. মোশাররফ তালুকদার, মাতা— খাদিজা বেগম। তার গ্রামের বাড়ি আন্দারমানিক, ডাকঘর— মাতুব্বর হাট, থানা— বাকেরগঞ্জ, জেলা— বরিশাল।
ঘটনার বিষয়ে বরিশাল বন্দর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবেশক শওকত হোসেন মামুন। তিনি আরও বলেন, “আমার ব্যবসায়িক বিশ্বাসের সুযোগ নিয়ে ইউসুফ বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.