নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত।
নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট বলে জানিয়েছে বিজিবি। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিনজন বাংলাদেশি গত ২-৩ দিন আগে ভারতে প্রবেশ করেন।
এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা সন্দেহবশত তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।
বিজিবি জানায়, নিহতদের সম্ভাব্য বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজারে। তবে তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে তথ্য যাচাই চলছে। বিজিবি আরও জানায়, এ ঘটনায় তারা ইতোমধ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.