প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
বহু ত্যাগের পর মূল্যায়ন: ছাত্রদল থেকে যুবদলে এইচ এম রিয়াজ মাহমুদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের তরুণ রাজনীতিক এইচ এম রিয়াজ মাহমুদ দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে পদায়ন পেয়েছেন।
জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রকিবুল হাসান রাকিবের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০২১ সালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।
রাজনৈতিক জীবনে একাধিক আন্দোলনে অংশ নিয়ে তিনি পাঁচটি রাজনৈতিক মামলায় আসামি হন এবং ২০১৫ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ও ‘অসহযোগ আন্দোলন’-এর সময় দুই দফা হামলার শিকার হন তার পরিবার।
দলীয় মূল্যায়ন প্রসঙ্গে রিয়াজ মাহমুদ বলেন, এই সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। যুব সমাজকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করতে কাজ চালিয়ে যাব। তিনি বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তছলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন ভাই এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খানকে কৃতজ্ঞতা জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.