নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ায় বরিশালে নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিষ কুমার সাহা।
তিনি জানান, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে তিনি বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বড় বোন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছে, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফলাফলই করেছে, তবে ‘হেলথ সায়েন্স’ (HSC) পরীক্ষার একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। চাইলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারত। এমন সিদ্ধান্ত নেওয়া খুবই মর্মান্তিক।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.