নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের থেকে এবছর কমেছে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ২০২৪ সালে যেখানে গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫, সেখানে এবারে গড় পাসের হার ৬২ দশমিক ৫৭। আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন, আর এবারে পেয়েছে ১ হাজার ৬৭৪ জনে। যা গত বছরের থেকে প্রায় আড়াই হাজারটি কম।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ প্রফেসর জি,এম, শহীদুল ইসলাম জানান, বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে। যেখানে পাস হারের ব্যবধান ১৮ দশমিক ৬০ শতাংশ।
এদিকে ফলাফল ও জিপিএ-৫ এর দিক থেকে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার সর্বোচ্চ ৭১.৫৮। আরএ বছর বিজ্ঞান থেকে মোট সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৪৮২ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫। এছাড়া ৩২৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে মানবিক বিভাগে পাসের হার ৬০.২১ এবং এ বিভাগ থেকে মোট ৭৭৭ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৬৬ মেয়ে এবং মাত্র ১১১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২.০৪ এবং এ বিভাগ থেকে ৯১ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
এদিকে তিন বিভাগে পাসের হার মিলিয়ে দেখা যায় মেয়েরা ৭১.৪১ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৫২.৬০। আর সংখ্যায় হিসেব কষলে ২২ হাজার ৪২৪ জন মেয়ে এবং ১৪ হাজার ৬৪২ জন ছেলে পাস করেছে।
উল্লেখ্য এ বছর ১৪৪টি কেন্দ্রে ৩৪৯ টি কলেজের ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৫৯ হাজার ২৩৯ জন। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এছাড়া এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ জন মেয়ে ও ১৮ জন ছেলে পরীক্ষার্থীকে বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.