তালহা জাহিদ : গতকাল ১৬ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরের পর পর দিনাজপুর জেলার বিরামপুর থানার সীমান্তবর্তী এলাকা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন বরিশাল জেলার উজিরপুর উপজেলার দুই দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হাফিজুর রহমান ইকবাল।
জানা যায় সন্দেহ জনক মনে হলে তাকে প্রায় দুই ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসা করা হলে, পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিরামপুর থানা পুলুশের হেফাজতে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানা পুলিশ। এছাড়াও তার পরিবারও বিষয়টি নিশ্চিত করে বলেন, মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে।
অন্যদিকে এমন সংবাদ মুহুর্তেই ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিন্দা ও প্রতিবাদসহ নিঃশর্ত মুক্তি চেয়ে পোস্টে ছয়লাপ করেন কর্মী সমর্থকসহ অনেকে । এব্যপারে উজিরপুরের একজন প্রবীন রাজনৈতিক নেতা বলেন, ইকবালের সাথে আমার রাজনৈতিক পছন্দ অপছন্দের মিল না থাকলেও, তিনি উজিরপুরের একজন যোগ্য নেতা।
তিনি একটা দল পছন্দ করতেই পারেন, কিন্তু কোনদিন অন্য দলের লোকজন তার দ্বারা হয়রানি হয়নি, বরং বিপদে উপকার করতে না পারলেও ক্ষতি করেন নাই। দলমত নির্বিশেষে এলাকায় তার একটা সুবিশাল কর্মী সমর্থক রয়েছে।
তার উদাহরণ তাকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয়স্থল মনে করেন, তেমনি আবার জামাত বিএনপির ক্ষমতার আমলেও তিনি তার নিজ এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আবার একসময় টেলিভিশন মার্কা নিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ সান্টুর সমর্থনেও কাজ করছিলেন। উজিরপুর উপজেলায় বিএনপির ভোট ব্যাংক হলো গুঠিয়া ইউনিয়নে সেই গুঠিয়া ইউনিয়ন থেকেও তিনি সর্বোচ্চো ভোট পেয়েছে নির্বাচিত হয়েছিলেন। এককথায় দলমত নির্বিশেষে সকল দলের মধ্যেই তাকে পছন্দ করেন এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.