আরিফ হোসেন// বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও সম্পত্তি থেকে বঞ্চিত মা ও ভাই-বোন পিতার সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়ে মানববন্ধনের পাশাপাশি অনশন করেন ভুক্তভোগী মা সহ ১২ সন্তান।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড জামে মসজিদের বিপরীতে থাকা হোটেল মায়ের দোয়ার সামনে মরহুম আদম আলী শিকদারের পরিবারবর্গ ব্যানারে সন্তানরা এ মানববন্ধন করেন।
এসময় স্বামীর সম্পদ থেকে বঞ্চিত নারী বলেন, 'আমার স্বামী মরহুম আদম আলী শিকদারের মৃত্যুর পর বড় ছেলে স্বামীর রেখে যাওয়া সকল সম্পদ আত্মসাৎ করেছেন। আমি এবং আমার সন্তানরা তাদের বাবার পাওয়া অংশ বুঝে নিতে গেলে তাদের সন্ত্রাসী দিয়ে মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে বছরের পর বছর ধরে।
অন্যদিকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া সন্তানরা বলেন, 'দীর্ঘ বছর ধরে আমার সম্পদ বড় ভাই আনিচ আমাদের না দিয়েই একাই আত্মসাৎ করে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে আমরা আমাদের বাবার সম্পত্তির অংশ বুঝে পেতে চাই। আমাদের অংশ আমরা বুঝে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাবো না। প্রয়োজনে জীবন দেবো।'
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.