
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০নং ছাত্র হলে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) গাঁজা সেবনরত অবস্থায় বহিরাগতসহ তিনজন আটক করেছেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ১০ নং হলের ১৩১ নম্বর রুমে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় হল সংসদ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জাবি শিক্ষার্থী ফাহিমের (জুওলজি ৫৪) সঙ্গে সাজিদ (বহিরাগত) ও আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া আরিফ (রসায়ন ৫৩ ব্যাচ) রুম থেকে বের হয়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের কয়েকজন আমাদের কাছে আসে। তারা জানায় একটি কক্ষ থেকে তাদের একজন বন্ধুকে (ইমরান ৫৪) বের হতে নির্দেশ দিয়ে ওই কক্ষেই বহিরাগতসহ কয়েকজন গাজা সেবন করছে।
পরবর্তীতে আমরা সকলে ঘটনাস্থলে এসে তাদের হাতেনাতে ধরি। পরবর্তীতে হল সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং উক্ত হলের শিক্ষার্থী ছাড়া অভিযুক্তদের প্রক্টর অফিসে সোপর্দ করেন।
এ বিষয়ে ১০নং হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন জানান, যে অভিযুক্ত শিক্ষার্থীরা আমাদের হলের তাদের ব্যপারে আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এখন যেহেতু প্রভোস্ট স্যার উপস্থিত নেই।
সে হিসেবে স্যার আমাকে আশ্বস্ত করেছেন, আগামীকাল প্রথম প্রহরেই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর যারা আমাদের হলের বাইরে তাদের ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিতে পারবে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।