
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড অধীনে সারা বাংলাদেশের ৬৪টি কেন্দ্র একযোগে নুহুম ও পাঞ্জম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর মোট প্রায় ২১০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে বোর্ডের তত্ত¡াবধানে পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে।
প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরীক্ষাকর্মীরা সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড আশা করে, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নৈতিক, ধর্মীয় ও একাডেমিক দক্ষতার যথাযথ মূল্যায়ন পাবে এবং আগামীর উচ্চতর শিক্ষা ও মানবিক বিকাশে একটি সুদৃঢ় ভিত্তি তৈরি হবে। মাদরাসা শিক্ষা বিস্তারে সকল অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও দোয়া কামনা করা হচ্ছে।