
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮আগষ্ট) বিকাল ৫টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আজাদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুশফিকুর রহমান বাবুর সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজিব আহসান।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফকরুল ইসলাম রবীন, মনির আলম চৌধুরী, নাসির আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন, জেড আই কামাল, সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠির কৃতি সন্তান মো: খলিলুর রহমান, সদস্য মো: রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক হেদায়েতুল ইসলাম সোহেলসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের সাথে সুন্দর ব্যবহার করে জনগনের আস্থা অর্জন করতে হবে। কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দল থেকে বহিষ্কার করা হবে তাতে কোন ছাড় দেয়া হবে না। একবার বহিস্কার হলে তা সহজে প্রত্যাহার করা হবে না।
তিনি আরো বলেন, ঝালকাঠি জেলায় সকল যেসকল ইউনিটে কমিটি নেই তা এক সপ্তাহের মধ্যে গঠন করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেব্রæয়ারী মাসের নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহন করতে হবে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপির সুনাম ক্ষুন্ন হয় এরকম কোন কার্যক্রমে অংশ করা যাবে না এবং আওয়মালীগের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এরকম কোন লোককে কমিটিতে রাখা যাবে না।”