বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ সাইদুল ইসলাম শামীম গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বীজ বুনছেন একটি কুচক্রিমহল। এর প্রতিবাদে কলসকাঠী ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।
তাদের এ ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে। সাংবাদিকদের সাথে আলাপকালে সাইদুল ইসলাম শামীম গাজী বলেন, তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগ শাসনামলে তিনি ও তার পরিবার হয়রানীর শিকার হয়েছেন। তিনি বর্তমানে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই কুচক্রি মহলটি ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার নামে আওয়ামীলীগের একটা জাল সদস্য ফরম বানিয়ে ও তার ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমাকে বিএনপির পদ থেকে বঞ্চিত করার জন্য বিগত নানা সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক, সামাজিক অনুষ্ঠান এমনকি ব্যবসায়িক অনুষ্ঠানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচারকারীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সাংবাদিকদের প্রতি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান। এ প্রসঙ্গে বিএনপি নেতা মিজানুর রহমান নাছিম বলেন, সাইদুল ইসলাম শামিম গাজীর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিগত সময়ে স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নির্দেশনা মেনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।