
মোঃমনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা: ভোলা সদর থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ ও এসআই জহিরের পক্ষে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আজ রবিবার বিকালে ইলিশাবাসী নামের এক ব্যানারে পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে বলেন, ওসি হাসনাইন পারভেজ ও এসআই জহির যখন মাদক, ভুমিদস্যুদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। তখনি কিছু কুচক্রী মহল তাদের বিরুদ্ধে লেগেছে। মাদকমুক্ত সমাজ গড়তে ভোলা সদর থানায় ওসি হাসনাইন পারভেজ এর বিকল্প নেই।
তাই আরো কিছুদিন এ ওসি কে সদর মডেল থানায় রেখে ভোলাকে মাদকমুক্ত করার দাবী জানান বক্তারা এবং যারা এই ওসি ও এসআই জহিরের বিরুদ্ধে সরযন্ত্র করছে তাদেরকে আইনের আওতায় আনারও দাবি জানান। বক্তব্য রাখেন আলাউদ্দিন হাওলাদার, তাহমিনা, ইশরাত জাহান, মোঃ আলী, মোঃ রাসেল সহ অনেকে।