
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার অবসান হলো পটুয়াখারীর কলাপাড়া পৌর শহরের মুচি ও ছাতা মেরামতকারীদের। অবশেষে তারা পেলেন নিজেদের নির্ধারিত স্থায়ী জায়গা।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার অর্থায়নে পৌর এলাকার নতুন বাজারে নির্ধারিত স্থানে ফুটপাতে ক্ষুদ্র পেশার ১৫ জন পেলেন টোল ফ্রি টল ঘর।
সন্ধ্যা ৭টায় সম্পূর্ণ টোল ফ্রি ভাবে ক্ষুদ্র ব্যবসা করার জন্য স্থান বরাদ্দ দেন কলাপাড়া পৌরসভার প্রশাসক কাউছার হামিদ।
এতে ১০ জন মুচি, ৪ জন ছাতা মেরামতকারী ও ১ জন লৌহজাত পণ্য বিক্রেতাকে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে ব্যবসা করার জন্য নির্ধারিত স্থানে টল ঘর বরাদ্দ দেওয়া হয়।
মুচিদের জন্য নির্ধারিত জায়গা পেলেন- গোবিন্দ দাস, কৃষ্ণ চন্দ্র দাস, শ্যামল চন্দ্র, সুমন দাস, গৌতম চন্দ্র দাস, ধীরেণ চন্দ্র দাস, পরেশ চন্দ্র দাস, পরিমল ঋষি, সুষেন চন্দ্র দাস, অনিল চন্দ্র দাস।
ছাতা মেরামতকারীদের মধ্যে জায়গা পেলেন- মো. ফরিদ হাওলাদার, মো. শাহজাহান খান, মো. আ. রশিদ আকন ও মো. জুয়েল। আর লৌহজাত পণ্য বিক্রেতা শান্তি কর্মকার টোল ফ্রি টল ঘর পেয়েছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ফুটপাত দখলমুক্ত অভিযানে মুচি ও ছাতা মেরামতকারীদের সরিয়ে দেওয়া হয়। এতে প্রশাসক তাদের বিকল্প স্থানের আশ্বাস দেন। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ বিশেষ হিসেবে পৌর প্রশাসক যেসব ফুটপাত দখলকারী ক্ষুদ্র পেশার ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন, ওই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য পৌর প্রশাসক এই উদ্যোগ গ্রহণ করেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে পৌর শহরের নতুন বাজার এলাকার মহিলা মার্কেট সংলগ্ন স্থানে পাকা ফ্লোর ও টিনসেড ছাউনিযুক্ত নতুন বসার ব্যবস্থা করে দেওয়া হয়।
এ সময় মুচি সমিতির সভাপতি পরিমল ঋষি বলেন, ফুটপাতে কাজ করার যে মানসিক চাপ ও উচ্ছেদ হওয়ার ভয়, তা থেকে তারা মুক্তি পেয়েছেন। এজন্য পৌর প্রশাসক, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লি. এর নেতারা এবং যারা এই স্থায়ী জায়গা পেতে সাহায্য করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লি. এর সভাপতি নাজমুল ইসলাম জনান, কলাপাড়া পৌর প্রশাসকের ফুটপাত দখলমুক্ত অভিযানের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় ক্ষুদ্র এ পেশার ব্যবসায়ীরা তাদের দখলকৃত ফুটপাত ছেড়ে দেয়। এতে পৌর প্রশাসক মহোদয় খুশি হয়ে তাদের ১৫ জনের জন্য নির্ধারিত স্থানে টল ঘর নির্মাণ করে দেয়। তার এ মহান উদ্যোগকে স্বাগত জানাই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ দৈনিক খবর সংযোগকে বলেন, ক্ষুদ্র পেশার ১৫ জনকে পৌর কর্তৃপক্ষের অর্থায়নে বাজারে নির্ধারিত স্থানে টল ঘর করে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ টোল ফ্রি ও স্থায়ীভাবে ব্যবসা করার জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এখান থেকে কাউকে উচ্ছেদ করা হবে না।
এ সময় কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতি লি. এর নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এদিকে নিম্নবিত্ত ক্ষুদ্র পেশার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় এলাকায় চলছে প্রশংসার জোয়ার।