1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল! - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রতিটি আসরেই থাকে নানান আলোচনা-সমালোচনা ও বিতর্ক। মাঠের খেলা থেকে শুরু করে মাঠের বাইরের ঘটনাগুলোও প্রায়ই শিরোনাম হয়। এবারও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সময়সূচি নিয়ে আপত্তি জানিয়ে এবার অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল।

 

 

গত ১২ অক্টোবর বিপিএলের দ্বাদশ আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিবি। আগ্রহ প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিজ্ঞাপন দেখার পর ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ২৮ অক্টোবরের পর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করা হবে।

 

 

 

তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে বিপিএল শুরু হলে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি বলেন, স্বল্প সময়ে বিপুল বাজেট ও প্রস্তুতি নেওয়া আমাদের জন্য কঠিন। তবে যদি বিপিএল নতুন কোনো স্লটে আয়োজন করা হয়, আমরা অবশ্যই অংশ নিতে চাই।

 

এর আগেও একই দাবি জানিয়েছিল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, পর্যাপ্ত সময় না পাওয়ায় বরিশাল বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। তাদের মতে, অল্প সময়ের মধ্যে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

 

 

মিজানুর রহমান বলেন, আমাদের যদি খেলোয়াড় থাকেও, তবুও অর্থসংস্থান, সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা এই সবকিছুই সময়সাপেক্ষ। এই এক থেকে দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও সেটা সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।

 

ফরচুন বরিশালের এই সিদ্ধান্তে এবারের বিপিএলের দলসংখ্যা ও প্রতিযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ক্রিকেটপ্রেমীদের মনে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network