
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামের এই কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার রাতে আলিনগর ইউনিয়নের মাদ্রাসা বাজারের মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে মোঃ সোয়েব হোসেন এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃআলআমিন মিয়াজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামালউদ্দিন লিটন, প্রধান বক্তা ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি আঃ কাদের সেলিম, বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা যুবদলের আহবায়ক আঃ লতিফ টিটু,, যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে এবং সংগঠনের প্রতিটি কর্মীকে জনগণের পাশে থেকে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং দলীয় ঐক্যের আহ্বান করেন।