
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় দুইশত অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসিম মাতাব্বরের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় অসহায় শিশু, নারী-পুরুষদের মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান (দিপু)।
চিকিৎসা সেবা প্রদানকালে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিব মাতাব্বর, সাধারণ সম্পাদক আরিফ মাতাব্বর ও অর্থ সম্পাদক হাকিম উদ্দিন বাবুসহ সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।