
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে প্রায় ৪ লাখ টাকার ৭ হাজার ওয়াট ক্ষমতার হাই ভোল্টেজ আইপিএস (ইনভার্টার) উপহার দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকের হাতে আইপিএস হস্তান্তর করা হয়।
সিদ্দিক উল্লাহ বলেন, চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ চলে গেলে রোগী ও তাদের স্বজনদের অসুবিধা হয়। তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমি এই আইপিএস স্থাপন করেছি। এটি দিয়ে পুরো হাসপাতালের প্রায় ৪৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে যুগোপযোগী পরিবর্তন আনা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, উপজেলার ৬ লাখ মানুষ এই হাসপাতালের সেবার ওপর নির্ভরশীল। পার্শ্ববর্তী উপজেলা থেকেও রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। এতদিন বিদ্যুৎ সমস্যার কারণে জেনারেটর সবসময় চালানো সম্ভব হয়নি। আইপিএস পাওয়ায় রোগীদের দীর্ঘ দিনের কষ্ট অনেকটা কমবে।
হস্তান্তরের আগে সিদ্দিক উল্লাহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তি ও আউটডোর রোগীদের খোঁজখবর নেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।