
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধিঃ গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (Proportional Representation – PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, প্রচলিত নির্বাচন ব্যবস্থা জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে, যার ফলে ভোটাধিকার ও জনগণের মতামত উপেক্ষিত হচ্ছে। তিনি সংখ্যানুপাতিক (PR) ভোট পদ্ধতি চালুর দাবি জানিয়ে বলেন, “প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টনই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। একটি জবাবদিহিমূলক সরকার গঠন ও রাষ্ট্রের সার্বিক সংস্কারের জন্য PR পদ্ধতি ও গণঅধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বরিশাল-৩ আসনকে পার্সেন্টিসমুক্ত ঘোষণা করা হবে।” পাশাপাশি বাবুগঞ্জ-মুলাদির সংযোগ সেতু দ্রুত নির্মাণ, অবহেলিত আগরপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সংযোগ উন্নয়ন ও লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিও তুলে ধরেন।


![]()
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে. এম. শরীয়াতুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক, সদস্য মাওলানা ইবরাহীম হুসাইন মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি এম. এম. সালাউদ্দিন এবং বাবুগঞ্জ উপজেলা সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা সভাপতি মাওলানা আল আমীন, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মো. রেজাউল করিম রেজা, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোর্শেদ ইলিয়াস আকনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বর, এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামসুল হক।
জনসভায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বক্তারা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও PR পদ্ধতির দাবিতে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।