
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের আহসান মাসুদ হাজী মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান হাওলাদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও টিম প্রধান মোঃ রুহুল আমিন গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ফয়সাল মাহমুদ (অনিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।
পরে ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ৬ নং ওয়ার্ডে সভাপতি আল মামুন সোহেল খান, সাধারণ সম্পাদক শামীন সিকদার, ৭ নং ওয়ার্ডে সভাপতি মনজুর মিয়া, সাধারণ সম্পাদক নিপুন, ৮ নং ওয়ার্ডে সভাপতি মজিবর মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৯ নং ওয়ার্ডে সভাপতি মোঃ মামুন মিয়াজি, সাধারণ সম্পাদক জলিল দফাদার। দলীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।