
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার ওপর হামলা ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালান।
এ সময় তার কাছ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানা গেছে, রোববার রাতে লর্ডহার্ডিঞ্জ বাজারের একটি ফার্মেসিতে বসা ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ইউপি চেয়ারম্যানে আবুল কাশেমের সঙ্গে থাকা লর্ডহার্ডিঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির
সভাপতি নজির আহম্মদ মেম্বারসহ আরো কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিএনপি নেতা ইব্রাহীমের নির্দেশে কিছু লোক আমার ওপর হামলা চালিয়েছেন। তারা আমার ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেন। যদিও স্থানীয়দের সহযোগিতায় আমি হামলাকারীদের হাত থেকে বেঁচে ফিরতে সক্ষম হই।
এ বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মো. ইব্রাহীম জানান, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার সঙ্গে আমি জড়িত নই।
তবে স্থানীয় ফরিদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় চেয়ারম্যান কয়েকটি মামলা দিয়েছে। যার জন্য ফরিদ ও তার লোকজন এই হামলা চালাতে পারে বলে আমার ধারণা।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।